সারাদেশ

পানিতে ডুবে আটোয়ারীতে শিশুর মৃত্যু

  বাবলুর রশিদ বাবলু (পঞ্চগড় জেলা প্রতিনিধি) 26 August 2020 , 5:12:45 প্রিন্ট সংস্করণ

পানিতে ডুবে আটোয়ারীতে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পুকুরের পুকুরের পানিতে ডুবে রুপক চন্দ্র বর্মন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশু রুপক একই গ্রামের বরুণ চন্দ্র বর্মনের ছেলে ও আলোয়াখোয়া আদর্শ কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, রুপক চন্দ্র বর্মন প্রতিবেশী ৩ বন্ধুর সাথে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। এসময় বন্ধুদের পুকুরের পানিতে খেলার সময় হঠাৎ সবাই মাঝখানে কাছাকাছি চলে যায়। এতে তার দুইজন বন্ধু কোন মতে সাতার কেটে উপরে উঠলেও রুপক পুকুরের পানিতে ডুবে যায়। পরে তার বন্ধুরা তার বাড়িতে গিয়ে জানায় এবং স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।