সারাদেশ

পানিতে ডুবে তিন জন শিশুর মৃত্যু

  সুজন মাহমুদ, (চর রাজিবপুর) প্রতিনিধি 3 September 2020 , 8:14:54 প্রিন্ট সংস্করণ

পানিতে ডুবে তিন জন শিশুর মৃত্যু

নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৩ খালাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা হলো, দীনা খাতুন (১২), সিয়াম (১৩) ও হামিম (১৫)। মর্মান্তিক এ মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটে ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে রৌমারী উপজেলার কজেলপাড়া গ্রামে।

মৃত ৩ শিশুর মামা জোবায়ের হোসেন জানান, আমার ভাগ্নি দীনা ও ভাগিনা হামিম কয়েকদিন আগে রৌমারী কলেজপাড়ায় খালার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন ৪ ভাইবোন ও মামাসহ ৫জন মিলে বাড়ির পাশে সোনাভরি নদীতে গোসল করতে যায়। এসময় দীনা পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে অপর দু’ভাইবোন এগিয়ে গেলে তারাও পানিতে ডুবে যায়।

 

এমতাবস্থায় তাদের বড়বোন তাকিয়া খাতুনের চিৎকারে স্থানীয় হেলাল, আবির উদ্দিন, জসিম ও নয়ন নামের গ্রামবাসী এগিয়ে এসে ৫ জনকে উদ্ধার করে। পরে তাদের রৌমারী হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

 

মৃতরা হলো, ঢাকা জেলার অলি উল্ল্যাহর মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী দীনা পারভীন, উপজেলার কাউয়ারচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে নবম শ্রেণীর ছাত্র হামিম ও কলেজপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র সিয়াম।

 

খবর পেয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ হাসান ইনাম ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে আসেন এবং মৃত ৩ শিক্ষার্থীর স্বজনদেরকে শান্তনা দেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।