আনোয়ারুল ইসলাম ,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি 19 September 2020 , 11:31:59 প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের পার্বতীপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ সুজন বাঁশফোড়(৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেল থানা পুলিশ।
আজ সন্ধ্যায় বাবুপাড়া সুইপার কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ মোহাঃ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির রান্নাঘর থেকে ২০পিস ইয়াবা ও ১গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সে বাবুপাড়া সুইপার কলোনীর কনিল বাঁশফোড়ের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় হয়েছে (মামলা নম্বর-৫, তারিখ: ১৮/০৯/২০)।