জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্যে “কমিউনিটি পুলিশিং ডে-২০২১পালিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম,মঠবাড়িয়া সার্কেল, পিরোজপুর এর সঞ্চালনায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান,পিপিএম-সেবা এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, জেলা আ’লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব এ কে এম এ আউয়াল, সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, মঠবাড়িয়া পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস।
জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে মোঃ আনিসুর রহমান,উপ-পুলিশ পরিদর্শক নাজিরপুর থানা এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে মো. আরিফ-উল- হককে ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করেন পুলিশ সুপার সাইদুর রহমান,পিপিএম-সেবা।
অনুষ্ঠানে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদ্দুজামান, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং কমিউনিটি পুলিশিং অফিসাররা উপস্থিত ছিলেন।