বরিশাল

পিরোজপুরে কমিউনিটি পুলিশং ডে পালিত

  পিরোজপুর প্রতিনিধিঃ 31 October 2021 , 12:31:03 প্রিন্ট সংস্করণ

পিরোজপুরে কমিউনিটি পুলিশং ডে পালিত

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্যে “কমিউনিটি পুলিশিং ডে-২০২১পালিত হয়েছে।
 শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম,মঠবাড়িয়া সার্কেল, পিরোজপুর এর সঞ্চালনায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান,পিপিএম-সেবা এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, জেলা আ’লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব এ কে এম এ আউয়াল, সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, মঠবাড়িয়া পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস।
জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে মোঃ আনিসুর রহমান,উপ-পুলিশ পরিদর্শক নাজিরপুর থানা এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে মো. আরিফ-উল- হককে ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করেন পুলিশ সুপার সাইদুর রহমান,পিপিএম-সেবা।
অনুষ্ঠানে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদ্দুজামান, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং কমিউনিটি পুলিশিং অফিসাররা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content