জালিস মাহমুদ, পিরোজপুর প্রতিনিধি 9 February 2021 , 9:39:51 প্রিন্ট সংস্করণ
পিরোজপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক ও ১২ কাউন্সিলরগণদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
০৯ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে বরিশাল বিভাগীয় কমিশনার ড.অমিতাভ সরকার তাদের শপথবাক্য পাঠ করান।
এ সময় বিভাগীয় কমিশনার প্রথমে মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেককে শপথবাক্য পাঠ করান এবং পরে নব-নির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান। শপথবাক্য পাঠ অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো.সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসনের সাবেক সাংসদ ও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু।
শপথবাক্য পাঠ করার পরে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক ও কাউন্সিলর আ. সালাম বাতেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনের তারা নির্বাচিত হন।