দীপেন রায় 24 August 2020 , 12:13:28 প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের সিঙ্গারোল গ্রামে (২১ আগস্ট) অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিম অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত সেই ১১টি পরিবারের মাঝে নগদ ৮৫০০ টাকা, ১০ কেজি চাল এবং একটি করে কম্বল ও শাড়ী বিতরণ করেন।
ওই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, পীরগঞ্জের সহকারী কমিশনার ভুমি তরিকুল ইসলাম, পিআইও তারিফুল ইসলাম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সহ ইউপি চেয়ারম্যান ও সদস্য বৃন্দ।