পীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
দীপেন রায় 28 September 2020 , 7:52:45প্রিন্ট
সংস্করণ
কভিড-১৯ করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা গুলো যথেষ্ট ভুমিকা পালন করছে বলে মন্তব্য করেন ইউএনও রেজাউল করিম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে জেলায় প্রায় ৬৯ লক্ষ টাকার সমমুল্যের সুরক্ষা সামগ্রী প্রদান করে।
এ সময় ইউএনও রেজাউল করিম, স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল জব্বার, সংস্থার এনরিচ প্রকল্পের ম্যানেজার অসীম চ্যাটার্জি,স্বাস্থ্য পুষ্টি সমন্বয়কারী আজিজুল হক,উপজেলা সমন্বয়কারী হিমানুর নাহার বিথি, আবাসিক মেডিকেল অফিসার সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।