ইমামুল মুত্তাকিন 21 August 2020 , 8:58:08 প্রিন্ট সংস্করণ
করোনা ভাইরাসে সংক্রমণ তীব্র হয়ে উঠছে। তবে দেখে মনে হয় বাংলাদেশ এখনো মরণব্যাধি করোনা ভাইরাস আসেনি। শহরতলিতে আছে প্রশাসনের করাকরি নিয়ম, বিভিন্ন সচেতনতা মুলক কর্মসূচি। কিন্তু গ্রামের হাট বাজারে নেই কোন করোনা সতর্কতা।
সরকারি নির্দেশনা মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, কিন্তু বাস্তবতা ভিন্ন।হাটে -বাজারে সামাজিক দুরত্বের বালাই নেই। মুখে নেই মাস্ক। প্রশাসনের নেই কোন তদারকি বা জন সচেতনতা মুলক কর্মসূচি।
করোনা ভাইরাসের নিয়ে মানুষের উদাসিনতা দেশে ভয়াবহ অবস্থা হতে পারে।এমনি একটি হাট চতরা হাট, বছরে ৬৫ লক্ষ টাকা রাজস্ব পায় সরকার। তবুও নেই কোন সচেতনতা মূলক কর্মসূচি, হাট ইজারাদার বেখবর হয়ে আছেন। ব্যবসায়ীদের সংগঠনের বক্তব্য, তারা মানুষদের সচেতন করছেন।
জনগণের দাবি করোন পরিস্থিতি অনুযায়ী হাট ঠেলে সাজাতে হবে।সরকারের উচিত তাদের সচেতনতা মূলক কর্মসূচি বাড়ানো ও মাস্ক ব্যবহারে বাধ্য করা। স্হানীয় প্রসাশনের জোরদার পদক্ষেপ চায় তারা।