দীপেন রায়ঃ 15 December 2020 , 11:20:06 প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন প্রায় ৫ শত হতদরিদ্র অসহায় মানুয়ের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘‘হোপ বাংলাদেশ’র আয়োজনে
কোইকা ও গুডফারমার প্রকল্পের সহায়তা নিয়ামতপুর এডিপি প্রাঙ্গণে নগদ
অর্থ প্রদান করা হয়। পীরগঞ্জ নিয়ামতপুর এডিপির কো-অপারেটিভ
চেয়ারম্যান বিষ্ণুপদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল
করিম, সৈয়দপর ইউপি চেয়ারম্যান একরামুল হক, ইউপি সদস্য গাজীউর রহমান গাজী, হোপ বাংলাদেশ পীরগঞ্জ এডিপির ম্যানেজার বিশ্বনাথ রায় প্রমুখ।