সারাদেশ

পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে বিজয়ের শপথ

  শিপুল ইসলাম 14 December 2020 , 5:11:40 প্রিন্ট সংস্করণ

পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে বিজয়ের শপথ

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ পীরগঞ্জ শাখার অায়োজনে মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ ও দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শনিবার বেলা ১২ ঘটিকায় এ কর্মসূচী পালিত হয়েছে।
শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ ও দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর কমিশনার প্রদীপ কুমার বিশ্বাস, প্রভাষক মোঃ নজরুল ইসলাম তুহিন, এশিয়ান টিভির পীরগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান, জয়যাত্রা টিভির প্রতিনিধি মোঃ মিলন, লাল সবুজ উন্নয়ন সংঘের পীরগঞ্জ শাখার সভাপতি মোফাজ্জল হোসোন মিলন, সাধারণ সম্পাদক অাল ইমরান হোসাইন সিয়াম প্রমুখ।
পরে শহীদ মিনার চত্বরে একটি অাম গাছের চারা রোপণ করেন সংগঠনের সদস্যরা। এসময় শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
উল্লেখ্য- লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার অালম সোহেল গত ৭ জুলাই থেকে করোনাকালীন সময়ে ৬১ টি জেলায় ৯৬ হাজার ৩০৩ টি গাছের চারা পথচারী ও শিক্ষার্থীদের মধ্যে  বিতরণ করেছেন টিফিনের টাকা বাঁচিয়ে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।