সারাদেশ

পীরগাছায় অসহায়দের পাশে খাদ্য সামগ্রী বিতরন করেন মজনু মিয়া

  তাজরুল ইসলাম,পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ 23 October 2020 , 6:37:00 প্রিন্ট সংস্করণ

পীরগাছায় অসহায়দের পাশে খাদ্য সামগ্রী বিতরন করেন মজনু মিয়া

হাতে তেমন কাজ-কর্ম নেই। সপ্তাহে ২/১ দিন কাজ করলেও বাকি দিন অলস সময় কাটছে
পীরগাছার ঘাঘট নদী সংলগ্ন পারুল গ্রামের খেটে খাওয়া মানুষের। অন্যের কাছে ধারদেনা করতে করতে আজ তারা ঋণে জর্জরিত। কোন মত খেয়ে না খেয়ে চলছে ওই গ্রামের ষাটোর্ধ্ব সোলেমান আলীর সংসার। ঠিক সেই মুহুর্তে তাদের পাশে গিয়ে দাড়ান পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পারুল ইউপির চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সমাজ সেবক মজনু মিয়া। ২৩ অক্টোবর শুক্রবার তিনি এরকম ৭০টি গরীব পরিবারকে খুঁজে বের করে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। চন্ডিপুরস্থ তার
কার্যালয়ে ১০ জন এবং পারুল গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এমন ৭০টি পরিবারকে চাল ও
ডাল বিতরন করা হয়। এসময় পীরগাছা প্রেসক্লাব সভাপতি এম খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তৈয়ব মিয়া, ছাত্রলীগ কর্মী নাহিদ হাসান তার সাথে ছিলেন। খাদ্য
সামগ্রী পাওয়া জাবেদ আলী (৬০), আনোয়ারা বেগম (৫৫), ফজিলা বেগম (৫০) বলেন, ঘাঘট নদীর পানি বাড়ি-ঘরে ঢুকছে। এলাকার বেশির ভাগ আবাদ নষ্ট হয়া গেইছে।

কেউ কোন খবর নেয়নি। মজনু মিয়া হামাক চাল-ডাল দিল। তার নাম-ডাক আগে থাকিই আছে। আমরা তার পাশে আছি।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।