সারাদেশ

পীরগাছায় আ,লীগ নেতা মজনুর  পূজা মন্ডপ পরিদর্শন 

  পীরগাছা(রংপুর)প্রতিনিধি: 26 October 2020 , 2:37:22 প্রিন্ট সংস্করণ

পীরগাছায় আ,লীগ নেতা মজনুর  পূজা মন্ডপ পরিদর্শন 

পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের ৭টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পারুল ইউপির চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সমাজ সেবক মজনু মিয়া। ২৫ অক্টোবর রোববার পারুল ইউপির বকসির পুল, দেউতি, কুড়িপাড়া, নাগদাহ, শরীফ সুন্দর, স্বেচ্ছাকান্দি, মনুরছড়া নওদাপাড়া দূর্গা মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন।  এসময় তিনি হিন্দুধর্মের মানুষের খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। পরিদর্শনকালে দেউতির বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তৈয়ব মিয়া, উপ-সহকারি কৃষি কর্মকর্তা তৈয়ব হোসেন, ব্যবসায়ী সুজন মিয়া,  ছাত্রলীগ কর্মী নাহিদ হাসান সহ শতাধিক আ,লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মী তার সাথে ছিলেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।