পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ 3 November 2020 , 8:32:20 প্রিন্ট সংস্করণ
পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের অসুস্থ্য সাবেক ইউপি সদস্য ও মসজিদের
মোয়াজ্জিন এর পাশে দাড়িয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পারুল ইউপির চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সমাজ সেবক মজনু মিয়া। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি পারুল ইউপির ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য মহিষমুড়ি গ্রামের হবিবর রহমান হবি (৭০) ও মধ্য পাড়া জামে মসজিদের অসুস্থ্য মোয়াজ্জিন আহম্মদ আলী প্রামানিক (৯৫) এর বাড়িতে যান এবং তাদের খোঁজ খবর নেন। তারা দু’জনেই দীর্ঘদিন থেকে অসুস্থ্য হয়ে বাড়িতে শয্যাশায়ী। এছাড়াও মজনু মিয়া ওই এলাকার প্রবীণ লোকদের সাথে সাক্ষাৎ করেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, ছাত্রলীগ কর্মী নাহিদ হাসান, ব্যবসায়ী মাইদুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তি তার সাথে ছিলেন।