তাজরুল ইসলাম,পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ 14 September 2020 , 8:02:43 প্রিন্ট সংস্করণ
রংপুরের পীরগাছায় ইউপি সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারি
রাস্তার গাছ কাটার অভিযোগ করছেন এলাকাবাসী। এ বিষয়ে সোমবার
উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের
করা হয়েছে। ওই ইউপি সদস্য পীরগাছা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য
ও সুখানপুকুর গ্রামের মৃত আজিবুদ্দিন এর ছেলে।
অভিযোগে জানা গেছে, পীরগাছা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি
সদস্য আনোয়ার হোসেন দীর্ঘদিন থেকে নানা অনিয়ম-দুনীতি করে
আসছেন। সম্প্রতি তিনি পীরগাছা বাজার হইতে কালীগঞ্জ সড়কের সংস্কার
কাজের অযুহাতে সুখানপুকুর হ্যালিপ্যাড নামক স্থান থেকে দুইটি
আকাশ মনি গাছ কেটে ইউনিয়ন পরিষদের নিয়ে যাওয়ার কথা বলে গুল করে
রাখেন। যার আনুমানিক মুল্য ২৫ হাজার ৫শ বলে জানান এলাকাবাসী। গত
রোববার দুপুরে ওই ইউপি সদস্য ওই গাছের দুইটি মুল্যবান গুল কৌশলে
স্থানীয় কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের নিকট বিক্রি করে দেন এবং ছ-
মিলে নিয়ে আসেন। এ খবর পেয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা শেখ ময়নুল ইসলাম
নাজমুল ও এলাকাবাসী ছ-মিলে গিয়ে তা আটক করে গুল বিক্রির বিষয়ে
জানতে চান। এসময় ইউপি সদস্য আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলম
তাদের ভয়ভীতি দেখান হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেন। পরে এলাকাবাসী
উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের
করেন। এ বিষয়ে ওই ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, গাছগুলো
ইউনিয়ন পরিষদের না। কাঠ ব্যবসায়ীরা কিনে এখানে এনে রেখেছে। আমি
এ ব্যাপারে কিছু জানিনা।
এ ব্যাপারে পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার
রহমান রেজা বলেন, আমি বিষয়টি সম্র্পকে অবগত হয়েছি। সরেজমিনে
তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।