জানা গেছে আজ বিকাল ৫ টার দিকে হারুন মিয়া ছাগলের জন্য কাঠাঁল পাতা পাড়ার জন্য বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত কাঁঠালের ডাল ভেঙ্গে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইনের উপর পড়লে ঘটনাস্থলেই হারুন মিয়া মারা যান। পরে তাকে পরিবারের লোকজন দূরত্ব রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পারুল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।