তাজরুল ইসলাম (পীরগাছা, রংপুর) 24 August 2020 , 6:27:29 প্রিন্ট সংস্করণ
পাটশিল্প রক্ষা, চাষী বাঁচানো, তিস্তা নদী খনন ও ভাঙ্গন রোধ, বন্যাত্তোর কৃষি পুনবার্সনসহ ১৫ দফা দাবিতে সোমবার সকালে পীরগাছা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ খেত মজুর ইউনিয়ন।
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সকাল ১১ টা থেকে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় কৃষক সমিতির রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম ইসলাম হক্কানী, জাতীয় কৃষক সমিতির পীরগাছা উপজেলা সভাপতি গোলাপ চন্দ্র বর্মন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান, খেত মজুর ইউনিয়ন পীরগাছা’র সভাপতি নুরুজ্জামান, সাধারন সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
এসময় বক্তাগন তিস্তা নদী রক্ষায় ড্রেজিং, ভাঙ্গনরোধ, দুই তীর সংরক্ষণ, বাধঁ মেরামত, ক্ষতিগ্রস্থ্য রাস্তাঘাট নির্মান, পাট শিল্পকে বাঁচাতে পাটকল চালু করা, ন্যায়মুল্য নিশ্চিত করণসহ ১৫ দফা দাবি তুলে ধরেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।