পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ 26 September 2020 , 4:52:00 প্রিন্ট সংস্করণ
রংপুরের পীরগাছায় একটি মাদ্রাসার নৈশ্য প্রহরী নিয়োগ স্থগিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ শনিবার দুপুরে উপজেলার অন্নদানগর শাহ আলম কুদরুতিয়া দাখিল মাদ্রাসা
প্রাঙ্গনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ওই মাদ্রাসার আয়া ও নৈশ্য প্রহরী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আয়া পদে ৫ জন ও নৈশ্য প্রহরী পদে ১৬ জন আবেদন করেন।
গত ১৯ সেপ্টেম্বর রংপুর জেলা শিক্ষা অফিস কার্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে আয়া পদে নাজমিন নাহার নামে একজনকে নিয়োগ দেয়া হলেও স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতাদের অভিযোগের প্রেক্ষিতে
নৈশ্য প্রহরী পদে নিয়োগ স্থগিত করা হয়।
৭দিনের মাথায় পুনরায় আবারো পরীক্ষা গ্রহনের জন্য প্রস্তুতি নেন অত্র মাদ্রাসার সুপার শাহজাহান মিয়া এবং সভাপতি অন্নদানগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম।
এখবর জানতে পেরে আজ শনিবার শতাধিক এলাকাবাসী মাদ্রাসা প্রাঙ্গনে জড়ো হন এবং মানববন্ধন শেষে স্থানীয় বাজারে বিক্ষোভ মিছিল করেন।
এসময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, মাদ্রাসার সুপার শাহজাহান মিয়া এবং সভাপতি অন্নদানগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মোটা অংকের টাকা নিয়ে তাদের মনোনীত প্রার্থীকে নিয়োগ দেওয়ার পায়তারা করছে।
সভাপতি আরো ২/৩ জনের নিকট থেকে মোটা অংকের টাকা নিলেও সে টাকা এখনো ফেরত দেননি। মানববন্ধনে ইউনিয়ন আ.লীগের সভাপতি মজিবর রহমান, ইউনিয়ন যুবলীগের সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ড আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক জাফর আলী, ওলামালীগ নেতা মিলন প্রধান, তৌহিদুল ইসলাম, আজগার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অত্র মাদ্রাসার সুপার শাহজাহান মিয়া বলেন, অর্থ লেনদেনের ব্যাপারে আমি কিছু জানিনা।
এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি অন্নদানগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, নিয়মতান্ত্রিক ভাবে সব হবে। কারো চাপে কোন কাজ হবে না।