তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ 18 February 2021 , 6:49:44 প্রিন্ট সংস্করণ
রংপুরের পীরগাছায় উন্নত মানের সেবা প্রদানের প্রত্যয়ে পালস ডায়াগনোষ্টিক এন্ড
কনসালটেশন পয়েন্ট এর উদ্বোধন করা হয়েছে। (১৮ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দুপুরে
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর নিচ তলায় এ ডায়াগনোষ্টিক পয়েন্টের উদ্বোধন করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, সাবেক কমান্ডার আলহাজ্ব নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সানোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক এম খোরশেদ আলম, তোজাম্মেল হক মুন্সি, পালস ডায়াগনোষ্টিক এন্ড কনসালটেশন পয়েন্ট এর পরিচালক ওয়াহিদুজ্জামান সুমন, ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল ইসলাম প্রমুখ। এসময় ফিতা কেটে উদ্বোধন এবং এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।