
পীরগাছায় পোল্ট্রি শিল্প মালিক সমিতির সাধারন সভা গতকাল শুক্রবার বিকেলে পীরগাছা রেসিডেসিয়াল মডেল কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জালাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আমানুর রহমান লিংকন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সহ-সভাপতি শামছুজামান, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এটিএম মোজাহিদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ শামীম ও কার্যকরি কমিটির সদস্যবৃন্দ।
সভায় করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামার মালিকদের প্রণোদনা ও ন্যায মূল্যে ভ্র্যাম্যমান দুধ-ডিম বাজারজাত করনের বিষয় আলোচনা করা হয়। এসময় উপজেলার শতাধিক পোল্ট্রি খামার মালিক উপস্থিত ছিলেন।