তাজরুল ইসলাম,পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ 17 November 2020 , 6:02:52 প্রিন্ট সংস্করণ
রংপুরের পীরগাছায় ২০২০-২০২১ অর্থ বছরের কৃষি পূর্ণবাসন ও কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় গ্রীষ্মকালীন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ১৭ নভেম্বর মঙ্গলবার কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের হলরুমে এর এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।
এসময় ইউএনও জেসমীন প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান, উপজেলা
মৎস্য কর্মকর্তা হাসিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুজ্জামান,
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে
উপজেলার ৫শ ৮০ জন কৃষকের মাঝে সরিষা বীজ বিতরন করা হয়। পর্যায়ক্রমে বোরো, গম, ভুট্টা, সূর্যমুখী, চীনা বাদাম , পেয়াজ. রসুন, খেসারী, টমেটো, মরিচ ও মুগ ডালের বীজ বিতরন করা হবে।