সারাদেশ

পীরগাছায় বিপিডিএ’র করোনা ভাইরাসের উপর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

  তাজরুল ইসলাম (পীরগাছা, রংপুর) 24 August 2020 , 6:24:16 প্রিন্ট সংস্করণ

পীরগাছায় বিপিডিএ’র করোনা ভাইরাসের উপর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরের পীরগাছায় পল্লী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ)এর আয়োজনে গতকাল সোমবার করোনা ভাইরাসের উপর সচেতনতা বৃদ্ধি, মতবিনিময় ও আলোচনা সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বিপিডিএ পীরগাছা উপজেলা শাখার সভাপতি ডাঃ মনিরুজ্জামান বিদ্যুৎ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন। উপজেলা সাধারন সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় বক্তা হিসেবে বক্তব্য দেন, বিপিডিএ’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাঃ রাকিবুল ইসলাম তুহিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিপিডিএ’র সিলেট বিভাগের সভাপতি ডাঃ কামরুজ্জামান শিমু, রংপুর বিভাগীয় সদস্য সচিব ডাঃ গোলাম সরোয়ার, রংপুর জেলা কমিটির সভাপতি ডাঃ এমএ রহিম মিয়া, সাধারন সম্পাদক ডাঃ মিজানুর রহমান, গাইবান্ধা জেলা আহবায়ক জিয়াউল হক সিদ্দিকী, পীরগাছা প্রেসক্লাব সভাপতি এম খোরশেদ আলম, সাংবাদিক তোজাম্মেল হক মুন্সি, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মজনু মিয়া, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, শফিকুল ইসলাম লেবু মন্ডল, রওশন জমির সরদার, আমিনুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, পল্লী চিকিৎসকরাই গ্রামাঞ্চলের মানুষের প্রাণ। অসুস্থ্য মানুষকে তারাই প্রথমে চিকিৎসা ও সেবা দিয়ে সুস্থ্য করে তোলে। করোনাকালেও পল্লী চিকিৎসকরা বড় ভূমিকা রেখেছে। তাই তাদের সরকারি স্বীকৃতি দেওয়ার আহবান জানানো হয়।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।