তাজরুল ইসলাম,পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ 9 October 2020 , 5:03:18 প্রিন্ট সংস্করণ
সুস্থ্য সবল জাতি চাই, প্রতিদিন ডিম খাই এ প্রতিপাদ্যে নিয়ে রংপুরের পীরগাছায়
বিশ্ব ডিম দিবস উপলক্ষে শুক্রবার (০৯ অক্টোবর) র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পোল্ট্রি শিল্প মালিক সমিতির আয়োজনে সকালে একটি র্যালী উপজেলা সদর প্রদক্ষিণ করে স্থানীয় এতিম খানার এতিম ছাত্রদের ডিম খাওয়ানোর মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়।
পরে সমিতি কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শামছুজ্জামান। পোল্ট্রি শিল্প
মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জালালের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আলহাজ্ব উদ্দিন, ফিল্ড
কর্মকর্তা ফজলুল হক, সমিতির সাধারন সম্পাদক এটিএম মোজাহিদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, সদস্য আবু হাসিম, শাহ আলম, মতিয়ার রহমান, আব্দুল বারেক, ছাদেক হোসেন, আব্দুল মতিন প্রমুখ।
সভায় প্রতিদিন ডিম খাওয়া,
খামারীদের দিকে সরকারের বিশেষ নজর দেয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।