সারাদেশ

পীরগাছায় বয়স্কদের কুরআন শিক্ষা মাদ্রাসায় পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান

  তাজরুল ইসলাম, পীরগাছা(রংপুর) প্রতিনিধিঃ 5 February 2021 , 10:46:45 প্রিন্ট সংস্করণ

রংপুরের পীরগাছায় বয়স্কদের কুরআন শিক্ষা মাদ্রাসার ৯০ জন বয়স্ক শিক্ষার্থীকে পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বাদ এশা পীরগাছা রেলওয়ে ষ্টেশন সংলগ্ন কুরআন শিক্ষা মাদ্রাসা প্রাঙ্গণে ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তছলিম উদ্দিন। মাদ্রাসা পরিচালনা আহবায়ক কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক খন্দকার মতিয়ার রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জালাল, পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, অত্র মাদ্রাসার সাবেক সভাপতি মোকছেদ আলী, পীরগাছা প্রেসক্লাব সভাপতি এম খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, ছবক প্রদান অনুষ্ঠানের আহবায়ক রেজাউল করিম লিটন, মাদ্রাসার যুগ্ম আহবায়ক মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম প্রমুখ।

বয়স্ক কুরআন শিক্ষা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ক্বারী মোঃ জমির উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ছবক প্রদান করেন পীরগাছা রেলওয়ে ষ্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মহি উদ্দিন, অত্র মাদ্রাসার আহবায়ক কমিটির সদস্য মাওলানা মুফতি ইউছুফ উদ্দিন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।