সারাদেশ

পীরগাছায় মা-মেয়েকে হত্যার চেষ্টা: ১২ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

  পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ 11 October 2020 , 5:32:24 প্রিন্ট সংস্করণ

পীরগাছায় মা-মেয়েকে হত্যার চেষ্টা: ১২ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

রংপুরের পীরগাছায় জমিজমা সংক্রান্ত ঘটনায় ১৪৪ ধারা জারিকে কেন্দ্র করে মা-মেয়েকে নির্মম নির্যাতন হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার ১২ দিন পরও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।

ফলে আসামীরা বাদি ও তার পরিবারকে নানা ধরনের হুমকি দিচ্ছে। ১১ অক্টোবর রোববার স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন বাদি লাজু মিয়া ও তার শিশু সন্তান লামিয়া।
অভিযোগে জানা গেছে, উপজেলার বড় পানসিয়া (বটতলা) গ্রামের মুত আব্দুর জব্বারের ছেলে লাজু মিয়া গংয়ের সাথে প্রতিবেশি আবুল কাশেম এর দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে মামলা-মোকদ্দমাসহ বিরোধ চলে আসছিলো। ওই জমির উপর বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধির মিছ পিটিশন-৪৪১/২০ মতে ১৪৪ ধারা জারি করেন। এঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিন গত ৩০ সেপ্টেম্বর রাতে বাদি লাজু মিয়ার স্ত্রী মোছাঃ মর্জিনা বেগম (৩২) ও শিশু সন্তান লাবিবা সুলতানা লামিয়া (১২) রাস্তার উপর দাড়িয়ে থাকাকালে প্রতিপক্ষ আবুল
কাশেম, তার স্ত্রী মাহফুজা আক্তার লাভলী, ছেলে লিমন মিয়া, মেয়ে কেয়া আক্তারসহ ৬/৭ জন তাদের উপর হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র, লাঠি-সোঠা ও রড দিয়ে মা-মেয়েকে নির্মম ভাবে মারপিট করে শ্লীলতাহানী ঘটান এবং রক্তাক্ত জখম করে হত্যার চেষ্টা চালায়।

ঘটনার সময় বাদি লাজু মিয়া এগিয়ে আসলে হামলাকারীরা তার পকেট থেকে ৫৩ হাজার ৫শ টাকা এবং শিশু লামিয়ার গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাৎক্ষনিক
পীরগাছা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা-মেয়েকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য
কেন্দ্রে ভর্তি করেন। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করার ১২ দিনেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।

এদিকে হামলাকারীরা বাদিকে হুমকি-ধামকি দিচ্ছে বলে গতকাল স্থানীয় সাংবাদিকদের জানান বাদি লাজু মিয়া। তিনি বলেন, এখনো মামলা রেকর্ড না হওয়ায়
আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।
ঘটনার বিষয়ে বিবাদী আবুল কাশেম বলেন, ওই জমির উপর কাজ করতে নিষেধ করায় সামান্য হাতাহাতি হয়েছে।
পীরগাছা থানার এসআই শ্রী গোকুল চন্দ্র বর্মন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করা হয়েছে। বিষয়টি তিনি দেখবেন

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।