তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি 22 October 2020 , 4:59:33 প্রিন্ট সংস্করণ
রংপুরের পীরগাছায় ল্যাম্প বন অন টাইম প্রকল্পের শিখন এবং অভিজ্ঞতা বিনিময় কর্মশালা আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
ল্যাম্প বন অন টাইম প্রকল্পের আয়োজনে ও উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু আল হাজ্জাজ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সানোয়ার হোসেন, গাইনী ডাঃ নুশরাত হোসেন, ডাঃ মেহেদী হাসান তুষার, এইউএফপিও ইয়াকুব আলী, ছাওলার এফপিআই একরামুল ইসলাম, সাংবাদিক তাজরুল ইসলাম, ল্যাম্প বন অন টাইম প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রউফ, বিপ্লব হাসদা প্রমুখ।
কর্মশালায় ডাক্তার, এফপিআই, এফডব্লিউভি, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিরা অংশ নেন।