তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি 25 October 2020 , 6:57:10 প্রিন্ট সংস্করণ
রংপুরের পীরগাছায় সামাজিক সংগঠন ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’ এর উপজেলা শাখা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শাহ মোঃ জাহিদ হোসেনকে সভাপতি এবং মোঃ আমিনুল ইসলামকে সাধারন সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দিয়েছে ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’ এর কেন্দ্রীয় কমিটি।
কমিটির রংপুর বিভাগীয় প্রধান এইচ টি হারুন অর রশিদ এর সুপারিশক্রমে গত ১৩ অক্টোবর কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মতিউর রহমান টিপু ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রকৌশলী এম আই তনয় এই কমিটি অনুমোদন দেন।
কমিটিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন সহ ১০ জনকে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে। এছাড়া মুল কমিটিতে ৫৪ জনকে দাপ্তরিক পদে এবং ৩৭ জনকে সদস্য হিসেবে রাখা হয়। এদিকে ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’ এর পীরগাছা উপজেলা শাখা কমিটিতে শাহ মোঃ জাহিদ হোসেনকে সভাপতি ও মোঃ আমিনুল ইসলামকে সাধারন সম্পাদক করে অনুমোদন দেওয়ায় নির্বাচিত কমিটিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।