তাজরুল ইসলাম, পীরগাছা(রংপুর) প্রতিনিধিঃ 7 October 2020 , 4:19:20 প্রিন্ট সংস্করণ
নোয়াখালীর বেগমগঞ্জসহ সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে আজ বুধবার
রংপুরের পীরগাছায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা।
আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই! ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই!
সর্বোচ্চ শাস্তি নিশ্চিত কর, করতে হবে। এরকম নানা স্লেগান নিয়ে মানববন্ধনে
শিক্ষার্থীদের সাথে একত্বতা প্রকাশ করে অংশ নেন বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারন
মানুষ।
সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী পীরগাছার প্রবেশমুখ শাপলা চত্ত্বরে এ
মানববন্ধন অনুষ্ঠিত হয়। পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাধারন শিক্ষার্থী ও পিপলস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে মানববন্ধনে বক্তব্য দেন, শিক্ষক পল্লব চন্দ্র বর্মন,
হোমিও চিকিৎসক আবু সাঈদ, শিক্ষার্থী সৈয়দ তানজিদ হাসান তিমন, মোঃ ফারুক
হোসেন, সোহেল রানা, বাধন কুমার, পৌলব শাহরিয়ার প্রাণ, গালিবুর রহমান রতু, সাব্বীর
কবীর, কামরুন্নাহার স্মৃতি, জান্নাতুল নাহিন রেখা প্রমুখ।
এর আগে শিক্ষার্থীরা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পীরগাছা বাজার প্রদক্ষিণ করে মানববন্ধনে অংশ নেন। এসময় বক্তারা ধর্ষকদের দ্রুত বিচারের
আওতায় এনে ফাঁসি কার্যকর এবং ধর্ষণ ও নারী নির্যাতন কারীদের বিরুদ্ধে সামাজিক
আন্দোলন গড়ে তোলার আহবান জানান