সারাদেশ

পীরগাছা জেএন প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্বোধন

  তাজরুল ইসলাম, পীরগাছা(রংপুর) প্রতিনিধিঃ 9 October 2020 , 5:12:04 প্রিন্ট সংস্করণ

পীরগাছা জেএন প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্বোধন

রংপুরের পীরগাছা জেএন প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্বোধন করা
হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর ) বিকেলে জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এর
উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও ওই স্কুলের সাবেক শরীর চর্চা শিক্ষক সিদ্দিকুর রহমান।

পীরগাছা জেএন অ্যালামনাই এসোসিয়েশন এর আয়োজনে এসময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙা, জেএন স্কুলের সহকারি শিক্ষক মোঃ রিপন মিয়া, খেলা পরিচালনা কমিটির কেএম রাজিব রায়হান, গালিবুর রহমান রতু, ওয়াসিম আহম্মেদ, শাহ শাফায়েত জামিল, সালমান ইকবাল সান, শাকিল, বাবু প্রমুখ।

খেলায় পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ২৪টি এসএসসি ব্যাচের ২৪টি দল অংশ নেবে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।