সারাদেশ

পুত্রের হাতে পিতা খুন

  আমিরুল কবির সুজন,  মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 13 September 2020 , 7:24:07 প্রিন্ট সংস্করণ

পুত্রের হাতে পিতা খুন

রংপুরের মিঠাপুুকুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও ছেলের হাতে রহমত আলী (৬০) নামের এক বৃদ্ধ মর্মান্তিক ভাবে খুন হয়েছেন।

এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধায় উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের খিয়ার পাড়া গ্রামের মৃত. এছাহাক আলীর পুত্র রহমত আলী (৬০)-এর সঙ্গে তার ২য় স্ত্রী দিল পিঞ্জিরা বেগমের ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে ছেলে দেলোয়ার মায়ের পক্ষে বাবার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এসময় মা ও ছেলে একত্রে বৃদ্ধ রহমতকে বে-ধড়ক মারপিট করে। এতে রহমত আলী গুরুতর আহত হয়।

গুরুতর আহত রহমত আলীকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাত প্রায় ১১ টায় তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের ১ম স্ত্রীর মেয়ে রহিমা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। নিহতের ২য় স্ত্রী দিল পিঞ্জিরা বেগমকে পুলিশ গ্রেফতার করেছে। খুনি ছেলে দেলোয়ারকে পুলিশ খুজছে।

আরও খবর

Sponsered content