বঙ্গ ডেস্ক 13 August 2020 , 9:26:31 প্রিন্ট সংস্করণ
রংপুরের কাউনিয়ায় ৮ মাস আগে পুলিশকে জুয়া খেলার তথ্য দেয়ার জেরে তিনজনকে চাপাতি দিয়ে কোপালেন জুয়াড়ী। গত বুধবার সন্ধ্যার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের গোপাল গ্রামের ল্যাংড়ার বাজার এলাকায় ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও ভিকটিম সুত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারী মাসের দিকে কাউনিয়া থানা পুলিশ ওই এলাকায় গিয়ে কায়কোবাদের ছেলে মোশারফ হোসেন আপেলকে কোথায় জুয়া হয় এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে ছোট আকারে জুয়া খেলার তথ্য পুলিশকে অবহিত করে। সেই ঘটনার জের ধরে ওই এলাকার সফিকুল ইসলাম ভুট্টুর বখাটে ছেলে সোহাগ আপেলের ওপর আক্রমন চালিয়ে আহত করে এবং ল্যাংড়ার বাজার আসলে হত্যার হুমকি দেয়। ওই ঘটনায় স্থানীয়রা মিমাংসার কথা বললেও তা হয়নি। সেই সুযোগ সম্বল করে গত বুধবার সফিকুল ইসলাম ভুট্টু ও তার ছেলে সোহাগ ও সাগর, তার স্ত্রী পান্না বেগম, ফরহাদ হোসেন, হাকিম আলী, রবিউল ইসলাম দেশীয় অস্ত্র চাপাতি, কাষুর, রড, লাঠিশোঠা নিয়ে আপেলকে তার নিজ বাড়ী থেকে ডেকে নিয়ে মাথায় ও শরীরে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ছেলেকে বাঁচাতে তার বাবা কায়কোবাদ ও মা মোসলেমা বেগম এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও আক্রমন চালিয়ে গুরুতর জখম করে। পরে তাদের অবস্থা সংকটাপন্ন হলে সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কাউনিয়া হসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা বেগতিক দেখে তাদেরকে রংপুর মেডিকেলে পাঠিয়ে দেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।