
বাল্য বিয়ের অনুষ্ঠানে পুলিশের উপস্থিতি দেখে বরযাত্রী সহ বর আমিনুল ইসলাম (২৩) পালিয়ে যান। আর সেইসাথে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ১৫ বছরের বালিকা (রুমি আক্তার)।
আজ শনিবার (২২ আগষ্ট) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের চাকধা পাড়া এলাকায়।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের দিনমজুর আলম মিয়ার ১৫ বছর মেয়ের (রুমি আক্তার) সঙ্গে ওই রাতে একই গ্রামের কবরস্থান পাড়ার শুকুর আলীর ছেলে আমিনুল ইসলামের বিয়ের আয়োজন করা হয়।
এসময় মুঠোফোনে বাল্য বিয়ের খবর পৌঁছে সদর থানা পুলিশের কছে। এমন খবরে অনুষ্ঠানে পুলিশ এলে বরযাত্রিসহ পালিয়ে যায় বর আমিনুল।
এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ( ওসি) বলেন, বাল্য বিয়ের খবরে সেখানে একজন কর্মকর্তাসহ পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতে বর ও বরযাত্রী পালিয়ে গেলে বিয়েটি বন্ধ হয়। পরে বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে মুচলেকা দেন মেয়ের বাবা।