সারাদেশ

প্রণব মুখার্জির আত্মার শান্তি কামনায় নড়াইলে বিশেষ পূজা

  মির্জা মাহামুদ রন্টু , (নড়াইল জেলা) প্রতিনিধি 18 September 2020 , 7:54:54 প্রিন্ট সংস্করণ

প্রণব মুখার্জির আত্মার শান্তি কামনায় নড়াইলে বিশেষ পূজা

ভারতের সাবেক রাষ্ট্রপতি ভারতরত্ন ও পদ্মবিভূষণ নড়াইলের দাদাবাবু (জামাই) বিজ্ঞ রাজনীতিবিদ প্রণব মুখার্জির আত্মার শান্তি কামনায় নড়াইলে বিশেষ পূজাসহ বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে সদর উপজেলা তুলারাম ইউনিয়নের প্রণবপত্নী শুভ্রা মুখার্জির মামা বাড়ির কালী মন্দির ও রাধা গোবিন্দ মন্দির চত্বরে এ উপলক্ষ্যে প্রণব মুখার্জির আত্মার শান্তি কামনায় বিশেষ পূজা, গীতা পাঠ, গীতা দান, নামকীর্ত্তন, অন্ন ও বস্ত্র বিতরণ এবং তার কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ৩২০ জনের মাঝে শাড়ি, লুঙ্গি ও ধুতি বিতরণ করেন অতিথিরা।

স্মৃতিচারণ সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।

নড়াইলের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন।

শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের পরিচালক অয়ন কুমার ঘোষ, প্রণবপত্নী শুভ্রা মুখার্জির মামাতো ভাই কার্তিক ঘোষ, বিশ্বনাথ ঘোষ, শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, প্রণবপত্নী শুভ্রা মুখার্জির আত্মীয়রাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content