সারাদেশ

প্রবাসীর স্ত্রীসহ পরকীয়ায় প্রেমিক আটক

  বঙ্গ ডেস্ক 23 July 2020 , 11:35:52 প্রিন্ট সংস্করণ

প্রবাসীর স্ত্রীসহ পরকীয়ায় প্রেমিক আটক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিককে আটক করেছে প্রেমিকার স্বামী ও পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাটগীর গ্রামে।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের স্ত্রী(৩৪)র সাথে একই গ্রামের আমজাদ আলীর ছেলে আশরাফ আলী(৩৭)এর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলে আসছিল। ইতিপুর্বে এ নিয়ে কয়েকদফা শালিস বৈঠক হলেও থেমে থাকেনি তাদের পরকীয়া প্রেম।


গত বুধবার (২২ জুলাই) রাত ১০ দিকে উক্ত পরকীয়া প্রেমিক আশরাফ আলী পরকীয়া প্রেমিকার ঘরে প্রবেশ করে অবৈধ্য মেলামেশা করতে থাকে। এসময় ওই পরকীয়া প্রেমিকার স্বামী অন্য ঘরে শুয়ে থাকা অবস্থায় বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজনসহ তাদেরকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। পরে এলাকাবাসী জড়ো হলে উক্ত পরকীয়া প্রেমিক প্রেমিকাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরকীয়া প্রেমিক-প্রেমিকা ঐ প্রবাসী যুবকের বাড়িতে তালাবদ্ধ অবস্থায় আটক আছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিয়ার রহমান জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।