সারাদেশ

প্রেমের টানে লাশ হয়ে ফিরলেন প্রেমিকা

  বঙ্গ ডেস্কঃ 23 July 2020 , 6:07:02 প্রিন্ট সংস্করণ

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের শেরপুর সুইচ গেটের সামনে মাহিন্দ্রা ( বালু ভর্তি টলি) ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ দুইজন হতাহতের ঘটনা ঘটেছে।

জানা গেছে, প্রেমের টানে দেখা করতে গিয়ে প্রেমিকের মোটর সাইকেলেই লাশ হয়ে ফিরলেন প্রেমিকা সুইটি। তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের কামারপাড়া গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে শ্রী বাস চন্দ্র রায় ২২ পার্শবতী উপজেলা কিশোরগঞ্জে চাঁঁদখানা ইউনিয়নের কেল্যাবাড়ি নাপিত পাড়া গ্রামের নিত্যরঞ্জন রায়ের মেয়ে সুইটি রায় ১৯ উভয়ের মধ্যে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

আজ বৃহস্পতিবার(২৩ জুলাই) বিকেল অনুমান সাড়ে তিন টার সময় তিস্তা ব্যাড়েজ প্রকল্পের রাস্তা দিয়ে শেরপুর সুইচ গেটের দিকে যাচ্ছিলেন প্রেমিক যুগল। ওই সময় একই রাস্তা দিয়ে মাহিন্দ্রা টলি বালু বহন করছিল। এমন সময় মাহিন্দ্রা টলি ও মোটর সাইকেল মুখামুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই টলির চাকা দিয়ে পিষ্ট হয় সুইটি। পরে ওই মাহিন্দ্রা টলির চালক পালিয়ে যায়।

তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ওই মাহিন্দ্রা টলি ও প্রেমিক শ্রী বাস চন্দ্র সহ লাশ থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।