বঙ্গ ডেস্ক 7 August 2020 , 6:35:56 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে কৃষি জমিতে বালু উত্তোলন করার অপরাধে তিন বালু উত্তোলন কারীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সন্ধায় বিলুপ্ত ছিটমহলের কামালপুর বটতোলা এবং শুক্রবার দুপুর ১২ টায় কামালপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান তিন অবৈধ বালু উত্তোলন কারীর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কৃষি জমিতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অপরাধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলার চন্দ্রখানা গ্রামের রমজান আলীর ছেলে নাসির উদ্দিন (২৮) কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং উপজেলার পানিমাছকুটি গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে হযরত আলী (২৭) একই উপজেলার নন্দিরকুটি গ্রামের হযরত আলীর ছেলে শাহিন আলম (২৮) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করাহয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, কেউ যদি অবৈধ ভাবে কৃষি জমিতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের চেষ্ঠা করলে তাদের বিরুদ্ধেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেল জরিমানা করা হবে।