সারাদেশ

ফুলবাড়ীতে বিদ্যুতস্পৃষ্টে এক ফোরম্যানের মৃত্যু

  মমিনুল ইসলাম বাবু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ 19 February 2021 , 4:43:08 প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীতে বিদ্যুতস্পৃষ্টে এক ফোরম্যানের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতস্পৃষ্টে এক ফোরম্যানের মৃত্যু হয়েছে। নিহত ফোরম্যানের নাম খোকন মিয়া (৩৪)।তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরে গংগারহাট বাজারের কাছে কুটিচন্দ্রখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে এক কোম্পানীর নির্মানাধীন টাওয়ার পাইলিং করার সময় লোহার পাইপ হেলে গিয়ে বিদ্যুতের তারে লাগে। এতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হন খোকন মিয়া । আশঙ্কাজনক অবস্থায়  শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) মো. সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।