সারাদেশ

ফুলবাড়ীতে মুজিববর্ষ ও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্ধোধন

  বঙ্গ ডেস্ক 5 August 2020 , 11:23:30 প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীতে মুজিববর্ষ ও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্ধোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ১ (এক) কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে জাতির পিতার জ্যৈষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্ধোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সামনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার দাস, মৎস কর্মকর্তা রায়হান উদ্দিন সদ্দার ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।