বঙ্গ ডেস্ক 12 August 2020 , 10:25:00 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অসাবধানতার কারনে টহলরত অবস্থায় নিজ রাইফেলের গুলিতে গুরুতর আহত হয়েছেন ভারতীয় এক বিএসএফের সদস্য । এ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম অনন্তপুর সীমান্তের ওপারে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সাদেনেরকুটি সীমান্তে ।
আহত ওই বিএসএফ সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার । তবে আহত বিএসএফের নাম জানা জায়নি ।
অনন্তপুর সীমান্তের বসবাসকারী অাব্দুল লতিফসহ অনেকেই জানান বুধবার সকাল সাড়ে নয়টার দিকে আন্তর্জাতিক ৯৪৬ মেইন পিলারের সাব পিলার ৪ এসের পাশ ভারতের সাদেনেরকুটি সীমান্তে আকস্মিক ভাবে গুলির শব্দ পাওয়া যায় । খোঁজ খবর নেয়ার পর শোনা যায় ভারতের ১৯২ ব্যাটালিয়নের বিএসএফের অধীনে ঝিকরী ক্যাম্পের টহলরত অবস্থায় এক বিএসএফের সদস্য অসাবধানতার কারনে তার হাতের রাইফেলটি পড়ে যায় । সেই রাইফেলটি মাটি থেকে তুলে হাতে নিতে গিয়ে গুলি ছোড়ে তার শরীরে লাগে । সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে অচেতন হয়ে পড়ে ওই সদস্য। পরে বিএসএফের গাড়ি এসে ঘটনাস্থল থেকে অাহত বিএসএফ সদস্যকে উদ্ধার করে ।
এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের কমান্ডার লে.কর্নেল এস এম তৌহিদ-উল-আলম জানান, টহলরত অবস্থায় এক বিএসএফের সদস্যের হাত থেকে নিজের রাইফেল পড়ে যায় । পরে লাইফেল তুলতে গিয়ে গুলি বের হয়ে শরীরে লেগে আহত হয়েছেন । তবে তার নাম ঠিকানা এখনো জানা যায়নি । পতাকা বৈঠকে বিস্তারিত জানাবেন বলে বিএসএফ আমাদেরকে জানিয়েছেন ।