প্রজিত সুহাস চন্দ , নোয়াখালী প্রতিনিধি 27 August 2020 , 10:55:16 প্রিন্ট সংস্করণ
ফেনী পৌরসভার মেয়র ও স্টার লাইন গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক হাজী আলাউদ্দিন করোনা আক্রান্ত হয়ে রাজধানীর AMZ হাসপাতালে চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে বর্তমানে বাসায় অবস্থান করছেন। তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।
মেয়র হাজী আলাউদ্দিনের সুস্থতা কামনায় ফেনী পৌরসভাসহ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মোনাজাতের আয়োজন করেছেন অনেকে। মন্দির ও আশ্রমে হাজী আলাউদ্দিনের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয় এবং অনেকে ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছেন। ফেনী পৌরবাসীসহ দেশবাসীর অকৃপণ ভালবাসায় মুগ্ধ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র হাজী আলাউদ্দিন।
আত্মীয়-স্বজন, বন্ধু- বান্ধব, দলীয় নেতৃবৃন্দসহ ফেনী পৌরবাসীসহ দেশবাসীর প্রতি মেয়র হাজী আলাউদ্দিন কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহ নিকট শুকরিয়া জ্ঞাপন করেন।