রংপুর

ফেন্সিডিল সহ এক মহিলা মাদক ব্যবসায়ী আটক

  বাবলুর রশিদ বাবলু ,পঞ্চগড় প্রতিনিধি 6 December 2020 , 8:22:49 প্রিন্ট সংস্করণ

ফেন্সিডিল সহ এক মহিলা মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে ফেন্সিডিল সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করার খবর পাওয়া গেছে। পুলিশ সুত্রে জানা যায়, ৫ ডিসেম্বর সন্ধায় বারঘাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জু আহাম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ এক ঝাটিকা অভিযান চালিয়ে উপজেলার দাড়খোর হতে ১১০ বোতল ফেন্সিডিল আটক করে।

দারখোর থেকে আটোয়ারী ফকিরগঞ্জ বাজারে আসার পথে অটোরিক্সা আটক করে তল্লাশী চালিয়ে এক মহিলা যাত্রী’র কাছ থেকে ১১০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। আটক কৃত মাদক ব্যবসায়ী পশিনা বেগম উপজেলার দাড়খোর নদীডাঙ্গী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। পশিনাকে ১ নং আসামী ও তার স্বামী রফিকুলকে পলাতক দেখিয়ে আটোয়ারী থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়। ৬ডিসেম্বর আটোয়ারী থানা পুলিশ পঞ্চগড় আদালতের মাধ্যেমে তাকে জেল হাজতে প্রেরণ করেন। এব্যাপারে আটোয়ারী থানায় অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।