সারাদেশ

বগুড়ায় কম্বল ও মাস্ক বিতরণ করলো “কাম অন বাংলাদেশ

  রহমত মণ্ডল , নিজস্ব প্রতিবেদক 28 December 2020 , 8:45:46 প্রিন্ট সংস্করণ

বগুড়ায় কম্বল ও মাস্ক বিতরণ করলো “কাম অন বাংলাদেশ

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ । এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ” কাম অন বাংলাদেশ” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। “কাম অন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আজ (২৮ ডিসেম্বর) সোমবার বগুড়া রেলওয়ে স্টেশনে ১০০জন অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল, মাস্ক ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ওই সময় উপস্থিত ছিলেন, “কাম অন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার প্রতিনিধি জান্নাতুল রশনী, সাদিয়া, ইভা, আনিসা, সিফাত আরা, সানজিদা, রেসান, সিয়াম, জিয়ান প্রমুখ।

কাম অন বাংলাদেশ, বগুড়া জেলার প্রতিনিধি জান্নাতুল রশনী বলেন, বগুড়া জেলায় এটি আমাদের প্রথম ইভেন্ট। সকলের সহযোগীতা পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা আরো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ আজ শীতে কষ্ট পাচ্ছেন, তাদের একটু উষ্ণতার জন্য সরকারের পাশাপাশি সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে হবে।

 

জানা যায় ,”কাম অন বাংলাদেশ ” স্বেচ্ছাসেবী সংগঠন ৩১শে আগষ্ট, ২০২০ ফেসবুক লাইক পেজের মাধ্যমে যাত্রা শুরু করেন নিয়াজ মোঃ খালিদ ফেরদৌস নামের এক তরুণ ।

 

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২রা সেপ্টেম্বর, ২০২০ নীলফামারী সৈয়দপুর রেলওয়ে স্টেশন চত্তরে অসহায়দের মাঝে মাস্ক ও খাবার বিতরণের মধ্য দিয়ে। এছাড়াও রংপুর রেলওয়ে স্টেশন চত্তরে সংগঠন টি অসহায় শীতার্তদের মাঝে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করেছিলেন ।ওই সময় সংগঠনের প্রতিষ্ঠাতা নিয়াজ মোঃ খালিদ ফেরদৌস বলেছেন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সকলের একটু সহমর্মিতাই পারে অসহায় মানুষদের একটু সুন্দরভাবে জীবন যাপন করাতে। আসুন, শীতার্ত মানুষদদের পাশে দাঁড়াই।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।