সোলায়মান, টাংগাইল প্রতিনিধি 10 November 2020 , 10:22:39 প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে ৯৮ কম্পোজিট বিগ্রেডের অধিনস্থ নবগঠিত ১৫ আরই ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাকিল আহমেদ।
এ সময় জিওসি মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি একটি সুশৃঙ্খল, মনোজ্ঞ ও বর্ণিল কুজকাওয়াজ প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় বঙ্গবন্ধু সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুব আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
কুজকাওয়াজ প্রদর্শন করেন, প্যারেড কমান্ডার মেজর শাহনেওয়াজ মাহমুদ।