রংপুরের বদরগঞ্জে গরু চোরকে সহযোগীতা করায় মিলন মিয়া নামে একজন গ্রাম পুলিশের নামে থানায় অভিযোগ হয়েছে। ঘটনার পর থেকে ওই গ্রাম পুলিশ গা ঢাকা দিয়েছে। উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মাঠেরহাট এলাকায় ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ব্যপারে থানায় মামলা নথিভুক্তি করার প্রস্তুতি চলছে। জানা যায়, গত শনিবার রাত ২টায় লোহানীপাড়া ইউনিয়নের মোসলমারী তেলিপাড়া গ্রামের কৃষক হাতেম আলীর গোয়ালঘর থেকে চোরেরা ২লক্ষ ২০হাজার টাকা মুল্যের ৪টি গাভী চুরি করে নিয়ে যায়। পরে গরুর মালিক ঘটনাটি টেরপেয়ে শোর চিৎকার করলে গ্রামবাসী ঘুম থেকে জেগে উঠে দিকবিদিক গরু খুঁজতে বের হয়। তারা গ্রামের অদুরে রংপুর-ফুলবাড়ী হাইওয়ে সড়কে গিয়ে দেখতে পায় ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ মিলন মিয়া সড়কের উপর পায়চারী করছে। এসময় গ্রামবাসী তাকে গরু চুরির বিষয়টি জানালে তিনি বলেন, এদিকে চোরেরা গরু নিয়ে আসেনি। আপনারা বরং অন্যদিকে খুঁজে দেখেন। কিন্তু তার সন্দেহজনক আচরন দেখে গ্রামবাসী তাকে এতরাতে এখানে থাকার কথা জিজ্ঞেস করলে তিনি রাতে গায়ে পোশাকহীন অবস্থায় সড়ক পাহারা দেওয়ার কথা বলে বিষয়টি এড়িয়ে যায়। কিন্তু তার কথায় লোকজনের সন্দেহ হলে গ্রাম পুলিশের আশেপাশে খোঁজ করে একটি পরিত্যক্ত কারখানার পিছন থেকে ১টি গরু উদ্ধার করা সম্ভব হয়। এ সময় ঘটনার বেগতিক দেখে পুলিশ কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।অপরদিকে গ্রাম পুলিশের সহযোগীতায় গরু চুরি সংঘটিত হওয়ায় গরুর মালিক হাতেম আলী বাদী হয়ে গত সোমবার বদরগঞ্জ থানায় গ্রাম পুলিশ মিলন মিয়াসহ অজ্ঞাতনাম ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের করেন। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ৪টি গরুর মধ্যে একটি গরু পাওয়া গেলেও বাকি ৩টি গরু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাই বাদির গরু চুরির লিখিত অভিযোগ পত্রটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার প্রস্তুতি চলছে।