বঙ্গ ডেস্ক 14 August 2020 , 4:30:26 প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জে নয় বছরের এক শিশুকে ৫৫ বছরের বৃদ্ধ কর্তৃক যৌন পীড়নের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ বাওচণ্ডি এলাকার বাগমারার সোনাপুরে এঘটনা ঘটে। এঘটনায় ওই শিশুর বাবা বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বলছে-বিষয়টি তদন্তাধীন রয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, ওই শিশুটি পার্শ্ববর্তী গুচ্ছগ্রামে সাউণ্ডবক্সের শব্দ শুনে সেখানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে তাকে একাকী পেয়ে নিজ বাড়িতে ডেকে নেন প্রতিবেশী নূর ইসলামের ছেলে বৃদ্ধ আকবার(৫৫)। এরপর শিশুটিকে তিনি ঘরে নিয়ে যৌন পীড়নের এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করেন। সেসময় শিশুটি আর্তচিৎকারের পাশাপাশি কৌশলে নিজেকে রক্ষা করে বাড়িতে ফিরে আসে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজনসহ এলাকার লোকজনের মাঝে জানাজানি হয়। পরে এলাকার লোকজনের সহায়তায় ওই শিশুর বাবা লম্পট আকবারের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে- আকবার এর আগে আরো দু’বার এলাকার শিশুদের সাথে এমন ঘটনা ঘটিয়েছে।
এবিষয়ে জানতে বদরগঞ্জ থানায় যোগাযোগ করা হলে ওসি(তদন্ত) আরিফ আলী জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।