বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ 17 October 2020 , 4:30:13 প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জ উপজেলার বনবিভাগ খ্যাত লোহানীপাড়া বনবিটের অধিনস্থ বৃহত্তর সামাজিক বনায়ন রক্ষা বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার দুপুরে লোহানীপাড়া বনবিট অফিসে শতাধিক উপকারভোগী সদস্যের সাথে
মতবিনিময় করেন মিঠাপুকুর উপজেলার শাল্টিগোপালপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ মঞ্জুরুল করিম সেলিম।
লোহানীপাড়া ইউনিয়নের সামাজিক বনায়নের সাথে সম্পৃক্ত মোঃ আব্দুল
আজিজ মেম্বরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন
লোহানীপাড়া ইউপি সদস্য মোঃ নুরন্নবী সরকার দুলাল, উপকারভোগী মোঃ আবু বেলাল মন্ডল, শিক্ষক সিরাজুল ইসলাম, আনিছুল ইসলাম, ডাঃ আব্দুল লতিফ, আব্দুর রউফ, হাসান লোহানী, আলেকজান্ডার মন্ডল, আদিবাসী উপকারভোগী সুবাস এক্কা, দানিয়েল টপ্য,
জেম্স টপ্য ও সাংবাদিক মোরশেদ আলম শিবলু প্রমুখ।
মতবিনিময় অনুষ্ঠানে রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল করিম সেলিম লোহানীপাড়ার সার্বিক বনবিভাগ রক্ষায় উপকারভোগী সদস্যদের একতাবদ্ধ, দায়িত্ব ও কর্তব্যের ভুমিকা নিয়ে ব্যপক আলোকপাত করেন।