আকাশ রহমান, বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ 29 October 2020 , 5:40:00 প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জে মধপুর সামাজিক উন্নয়ন সংস্থা নামে একটি ভুয়া সংস্থার পরিচালক আত্ম পরিচয় গোপন রেখে দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে চড়া সুদে ঋণদান কর্মসুচী।
তিনি পৌরশহরের শতাধিক ব্যবসায়ীকে জিম্মি করে ঋণদান কর্মসুচী চালিয়ে গেলেও বিষয়টি ছিল অনেকের অজানা।
অবশেষে ওই ভুয়া সংস্থার যাঁতাকলে পিষ্ট হয়ে ভুক্তভোগী ব্যবসায়ীরা এখন পরিচালকের নাম জনসম্মুখে প্রকাশ করে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তার শাস্তির দাবী করছে।
প্রকাশ থাকে, উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচন্ডি কাজীপাড়া গ্রামের আব্দুল মতিন এর ছেলে আব্দুল মজিদ (৩২) সরকারী অনুমতি ছাড়া সম্প্রতিকালে মধুপুর
সামাজিক উন্নায়ন সংস্থা নামে সংস্থা খুলে ঋণদান কর্মসুচীর নামে শুরু করেন দাদন ব্যবসা।
তিনি ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের সাথে গোপনে যোগাযোগ করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাদের মধ্যে বিতরণ করতেন চড়া সুদের ঋণ।
এরপর তিনি এবং তার লোকজন প্রতিদিন অতি গোপনে ব্যবসায়ীদের কাছ থেকে কিস্তি আদায় করতেন। কেউ একদিন কিস্তি দিতে ব্যর্থ হলে মজিদ বাহিনী তাকে স্ট্যাম্পের বলে
মামলার ভয়ভীতি দেখিয়ে হয়রানী করতেন। গত এক সপ্তাহপুর্বে ওই ভুয়া সংস্থার পরিচালকের নাম প্রকাশ হলে তিনি (আব্দুল
মজিদ) নিজের কার্যক্রম গুটিয়ে নিতে ব্যবসায়ীদেরকে টাকার জন্য চাপ দেন।
এতে করে ব্যবসায়ীরা তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে তার ভুয়া সংস্থা বন্দের জন্য জোরে সোরে আন্দোলন সংগ্রামে নামে।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ওই ভুয়া সংস্থার পরিচালক আব্দুল মজিদের সাথে আলাপকালে তিনি নিজেকে জাতীয়
পার্টির নেতা পরিচয় দিয়ে বলেন, উপজেলা প্রশাসনের ক্ষমতা নেই আমার বিরুদ্ধে প্রতারণার মামলা করার। কারণ যার টাকা
থাকে তার নামে মামলা হয়না। আপনারা সাংবাদিক আপনাদের কাজ আপনারা করেন এবং আমার কাজ আমাকে করতে দিন।
এ ব্যপারে উপজেলার সমবায় কর্মকর্তা শামসুন্নাহার বেগম ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফারুক হোসেন বলেন, মধুপুর সামাজিক উন্নয়ন সংস্থার নিবন্ধন আমরা দেইনি। কেউ যদি আমাদের নাম ব্যবহার
করে সংস্থা খুলে সুদের ব্যবসা চালায় এর জন্যে আমরা দায়ী নই।
এ বিষয়ে কারো লিখিত অভিয়োগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।