আকাশ রহমান, বদরগঞ্জ প্রতিনিধি 2 October 2020 , 9:13:57 প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে রুহুল আমিন সরকারকে সভাপতি (করতোয়া-সংবাদ) ও মাসুদ রানাকে সাধারণ সম্পাদক (যুগান্তর, বাংলাদেশ ট্রিবিউন) এবং আশরাফুল আলম আপনকে সাংগঠনিক সম্পাদক (আমার সংবাদ-প্রথম খবর) করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় বদরগঞ্জ প্রেসক্লাবে এক জরুরি সভায় সদস্যদের সম্মতিক্রমে ওই কমিটি করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জাহিদুল হক সর্দার সহ-সভাপতি (জনকন্ঠ) ও আলতাফ হোসেন দুলাল কার্যকরী সদস্য (প্রথম আলো)।