সিরাজুল ইসলাম বিজয় 9 December 2020 , 10:22:37 প্রিন্ট সংস্করণ
সেবার ব্রত নিয়ে আজ রংপুরে নার্সিং ইনস্টিটিউট সম্মেলন কক্ষে Orientation Training For Senior Staff Nurses-2020 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম পুলিশ সুপার রংপুর।
এসময় প্রধান অতিথি মহোদয় নার্সিংদের উদ্দেশ্য বলেন, নার্সিং একটি মহৎ ও শ্রেষ্ঠ পেশা। এ পেশাকে আমি অত্যন্ত সম্মান করি। একজন রোগী ডাক্তারের চিকিৎসা নেন। কিন্তু একজন নার্স বা সেবিকা তার হাতের স্পর্শ, তার একটু সেবাযত্ন দিয়ে একজন রোগীকে সুস্থ করে তোলেন। মনে প্রশান্তি এনে দেন। সরকারি-বেসরকারি হাসপাতালের পাশাপাশি ক্লিনিকগুলোতে নার্স হিসেবে কাজের সুযোগ বাড়ছে। এ ছাড়া দেশের বাইরেও নার্সিং পেশায় যুক্ত হচ্ছেন অনেকে। অনেকেই মানুষের সেবামূলক কাজে আত্মনিয়োগ করতে চান। এমনই সেবামূলক এক পেশা হচ্ছে নার্সিং। এই পেশায় একদিকে যেমন মানুষের সেবা করা যায়, তেমনি ভবিষ্যৎও উজ্জ্বল। সরকারি প্রতিষ্ঠানে নার্স নিয়োগ করে বাংলাদেশ সরকারের সেবা পরিদপ্তর।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন রংপুর নার্সিংইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ এবং শিক্ষার্থীবৃন্দ।