মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 31 August 2020 , 9:12:50 প্রিন্ট সংস্করণ
“দেশটা ভরে উঠুক সবুজ বৃক্ষে” এই শ্লোগান নিয়েই আজ সোমবার (৩১শে আগষ্ট) নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জে অবস্থিত ওসমান গণি হাইটেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এই বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল নীলফামারী জেলা ইউনিট। এসময় শিক্ষা প্রতিষ্ঠানটিতে আম ও নারিকেল গাছের চারা রোপন করা হয়।
ওসমান গণি হাইটেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক জনাব নবাব উদ্দিন বলেন, বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের এমন মহত উদ্যোগকে আমি স্বাগত জানাই। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচি অনেক বড় ভূমিকা পালন করবে বলে আমা মনে করি। তোমাদের তরুণদের এমন উদ্দ্যেগেই দেশ ভরে যাবে সবুজ বৃক্ষে।
বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল নীলফামারী জেলা ইউনিটের সভাপতি সাকিল সিহাব বলেন,- সবুজ প্রকৃতিকে বরণ করার লক্ষ্যে আমরা তরুণ কিছু সংগঠক দেশ ও সমাজ কে পরিবর্তন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা কোনো উৎসব বা বিশেষ কোনো দিন উপলক্ষে বৃক্ষ রোপন না করে নিজের ও প্রকৃতির ভারসাম্য রক্ষার প্রয়োজনে গাছ লাগাব পরিবেশ বাঁচাব।
আরো উপস্থিত ছিলেন নাজমুল হোসেন নিলয় সহ-সভাপতি, তরিকুল ইসলাম সাধারণ- সম্পাদক, মিনাল ইসলাম যুগ্ম-সাধারণ সম্পাদক, মনিরুজ্জামান মুজাহিদ অর্থ- বিষয়ক সম্পাদক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।