সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড ফরিদ উদ্দিনের সভাপতিত্বে স্মরনসভায় প্রধান অতিথি ছিলেন,বাগেরহাট-৪ (শরণখোলা ও মোরেলগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
স্মরণসভায় আরও বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদা আক্তার বানু লুচি, সাধারন সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, এ কে আজাদ ফিরোজ টিপু, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, মীর ফজলে সাঈদ ডাবলু, তথ্য ও গবেষনা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
ডাঃ মোজাম্মেল হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, ডাঃ মোজাম্মেল হোসেনের অভাব কখনওই পূরন হবার নয়। তার কর্মকান্ড ও আদর্শ শুধু বাগেরহাটবাসীর কাছে নয় সারা দেশের মানুষের কাছে চিরস্মরনীয় হয়ে থাকবে।
ডাঃ মোজাম্মেল হোসেন ছিলেন বটবৃক্ষের মত। গত তিন যুগের ও বেশি সময় ধরে তিনি বাগেরহাটবাসী ও আওয়ামী লীগকে ছায়া দিয়ে রেখে ছিলেন। তিনি বাগেরহাটের মানুষকে যে মমতায় আগলে রেখেছিলেন তা চিরদিন বাগেরহাট বাসী শ্রদ্ধাভরে স্মরন করবে।
আলোচনা শেষে ডাঃ মোজাম্মেল হোসেনের আত্মার মাগফেরাত কামনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সুস্থ্যতার জন্য দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ জানুয়ারি বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য থাকা অবস্থায় ডাক্তার মোজাম্মেল হেসেন ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ ৪০ বছর বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
তিনি বাগেরহাট-১ আসন থেকে একবার এবং বাগেরহাট ৪ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।